শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৪:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে সুখজান বিবি নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। সে ঝিকরগাছা উপজেলার রাজবাড়ী গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী। অভিযোগ নিহতের পরিবারের। সোমবার দুপুরে তার লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রেরণ করে।
সুখজানের ভাই মাজহারুল ইসলাম জানান,স্বামী-স্ত্রী দুজনেই লেবারের কাজ করে জীবণ জীবিকা নিরবাহ করে আসছিল।গত বৃহস্পতিবার দুপুরে কুদ্দুস আলী সুখজানের কাছে ব্যবসা করবে বলে দুই লাখ টাকা দাবি করে। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কুদ্দুস শিল-পাটা দিয়ে আঘাত করে সুখজনকে। এতে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার কওে বাগাআঁচড়া মমতা ক্লিনিক নেয়। উন্নত চিকিৎসার জন্যে শনিবার যশোর জেনারেল হাসপাতালে নেয়। পরে তকে খুলনায় রেফাট করা হয়। খুলনায় নেয়ার পথে সুখজানের মৃত্যু ঘটে।
ঝিকরগাছা থানার এসআই সিরাজ জানান,কুদ্দুস আলী মাদক সেবী তাই দুইজনে লেবারের কাজ করতো। তাদের সংসারের প্রচন্ড অভাব ছিল। অভাবের তাড়নায় প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। এ ঘটনায় সুখজানের প্রাণ দিতে হতে পারে বলে পুলিশের ধারনা। তবে সুখজানের পরিবারের অভিযোগ যৌতুকের টাকার জন্যে তার স্বামী সুখজানকে হত্যা করেছে।
Leave a Reply