শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন
জয় ডেক্স: মোঃ শাহরিয়ার হোসনে জারিফ বয়স মাত্র ৫ বছর। বকচর হুসতলার মোঃ সেলিম হোসেনের পুত্র। এই বয়সে তার খেলাধুলায় সময় কাটানোর কথা। অথচ তার সময় কাটছে ভারতের Saroj Gupta Cancer Centre & Research Institute হাসপাতালে, মরনব্যধি ব্লাড ক্যান্সারের সাথে। মাঝে মাঝে সেই কোমলমতি শিশুটি আর্তনাদ করে বলে উঠছে বাবা আমার খুব কষ্ট হচ্ছে। ক্যান্সার কি জিনিস সেটাতো সে এই বয়সে বোঝেও না।
ছেলের চিকিৎসা করাতে ইতোমধ্যে অসহায় পিতা নিজের সর্বস্ব বিক্রি করে ফেলেছেন। বর্তমানে অর্থের অভাবে শিশুটির চিকিৎসা বন্ধ প্রায়। তাই জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার মাধ্যমে শিশুটিকে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পিতা। আপনার সামান্য সহযোগিতা বর্তমানে তার পিতার কাছে পাহাড় সমান সাহায্য হিসেবে কাজে লাগবে। তাই শিশুটির সাহায্যে সবাইকে সাধ্যমত এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
সহযোগিতা পাঠানোর জন্য
#ডাচ বাংলা ব্যাংক
যশোর,শাখা
হিসাবনং-১৬৩.১০১.১৬৪৫০১
#বিকাশ(পারসোনাল)-০১৭১৪২৯৮৫৮৫
#রকেট(পারসোনাল)-০১৬৭২৫০১০১০
#বিকাশ মার্চেন্ট(জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থা)-০১৯০৬৬৩৪৫০০
Leave a Reply