রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুধবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ক্লাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। এ রক্তদান কর্মসূচিতে প্রায় চার৭০ জন স্বেচ্ছায় রক্তদাতা নিবন্ধন করেন।
এতে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্যরাখেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী হাসান,ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম,অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ চন্দ্র তালুকদার,তরুন সেন প্রমুখ।
Leave a Reply