শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে শাবনুর রহমান (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে শহরতলী শেখহাটি জামরুল তলা এলাকার কামরুল ইসলামের স্ত্রী। তবে স্থানীয়রা এ হত্যা কান্ডের অভিযোগে স্বামীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শাবনুর পরিবারের অভিযোগ যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে স্বামীর পারিবারের দাবি সাংসারিক বিরোধের জেরধরে শাবনুর গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেছে।
মামা নায়েব আলীর অভিযোগ,দেড় বছর আগে মাগুরা মোহাম্মদপুর উপজেলার মুছা গ্রামের বিশু শিকদারের ছেলে কামরুল ইসলামের সাথে শাবনুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্যে শাবনুরকে নির্যাতন করে আসছিলো স্বামী কামরুল ও তার পরিবার।
মঙ্গলবার সকালে কামরুল টাকার জন্যে স্ত্রীকে বেধড়ক মারপিট কওে হত্যা করে। পরে এলাকায় প্রচার করে তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছে। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার এস আই মতিয়ার জানান এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্বামী কামরুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
Leave a Reply