শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বর্ণাট্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পুরাতন সাব স্ট্যান্ড এলাকায় বিজয় স্তম্ভে শ্রদ্ধা অর্পণ করার মধ্যদিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। পরে স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম প্রহরে বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল,পুলিশ সুপার মঈনুল হক,যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেনের নেতৃত্বে যশোর জেলা আওয়ামী লীগ,যুবলীগ, শ্রমিকলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া যশোর জেলা বিএনপি,জেলা জাসদ,জেলা ওয়ার্কার্স পার্টি,যশোর পৌরসভা,উদীচী,সুরবিতান,চাঁদেরহাটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে শামস্-উল-হুদা স্টেডিয়ামে কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গ্রুপ ভিত্তিক স্থান নির্ধারণ করা হয়।
কুচকাওয়াজে ‘ক’গ্রুপে প্রথম হয় পূর্ব গাইকগাছা প্রাথমিক বিদ্যালয়,পুরাতন কসবা সরকারি বালিকা বিদ্যালয় দ্বিতীয় ও নব কিশালয় তৃতীয় স্থান অধিকার করে। ‘খ’ গ্রুপে যশোর বালিকা বিদ্যালয় প্রথম,পুলিশ লাইন স্কুল দ্বিতীয় ও যশোর জিলা স্কুল তৃতীয়। ‘গ’ গ্রুপে কপোতক্ষ পলেটেকনিক প্রথম,রোভার স্কাউট দল দ্বিতীয়,স্বাউট ও গালর্স গাইড যৌথভাবে তৃতীয় হয়েছে। ডিসপ্লেতে সরকারি শিশু পরিবার প্রথম,আব্দুল গফুর একাডেমি দ্বিতীয় ও কপোতক্ষ পলেটেকনিক কলেজ তৃতীয় পুরস্কার পায়।
সকাল সাড়ে ১১টায় টাউন হল মাঠে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় বক্তব্য রাখেন সাবেক গণপরিষদ সদস্য মঈনুদ্দিন নিয়াজী,মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি,উপ-প্রধান অ্যাডভোকেট রবিউল আলম,পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।
যশোর শিক্ষাবোর্ডের আলোচনা সভায় সভাপতিত্ব করন চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম। এ সময় বক্তব্য রাখেন সচিব প্রফেসর তবিবার রহমান,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র,কলেজ পরিদর্শক কেএম রব্বানী,বিদ্যালয় পরিদর্শক ড.বিশ্বাস শাহীন আহমেদ,কর্মচারি ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, শিক্ষাবোর্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল প্রমুখ।
সরকারি এমএম কলেজে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর সুধীর রঞ্জন নাথ। এ সময় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কওসার ও শিক্ষক পরিষদের সম্পাদক মহিউদ্দিন।
সরকারি সিটি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব আহবায়ক সহকারী অধ্যাপক বিকাশ চন্দ্র পাল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ড.আনওয়ার হোসেন। শহরের পুরাতন সাব স্ট্যান্ড এলাকায় বিজয় স্তম্ভে শ্রদ্ধা অর্পণের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তথা মুক্তিযুদ্ধে চেতনা বাস্তবায়নে উপস্থিত নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করার মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন।
Leave a Reply