মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:২৩ অপরাহ্ন
স্বাধীনতা দিবস
সাবিদুর রেজা খান
মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়ে স্বাধীন করেছে
আমাদের প্রিয় বাংলাদেশ।
সকল দেশের মধ্যে বাংলাদেশ বীরের দেশ।
স্বাধীনতা দিবস ভুলবে না কখনো কেউ
মনে থাকবে সবার।
বীরেরা জীবণ দেওয়ার জন্যে
পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ।
তাদের কথা মনে রেখে
আমরাও করবো বংলাদেশের কল্যাণ।
সাবিদুর রেজা খান
যশোর জিলা স্কুল
৪র্থ শ্রেণি(দিবা)
খ–শাখা
রোল:১২
Leave a Reply