সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোর ক্যান্টনমেন্ট কলেজ মাঠে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর যশোর এরিয়া সদর দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে যশোর ও খুলনা অঞ্চলের বিমান বাহিনী, পুলিশ বাহিনীর কর্মকর্তাসহ উচ্চপদস্থ অসামরিক সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, এ প্রদর্শনী বাংলাদেশ সেনাবাহিনী ও অসামরিক জনসাধারণের মধ্যে সুসম্পর্ক স্থাপন করবে, যা দেশ গড়ার কাজে সকলকে উদ্বুদ্ধ করবে।
এ প্রদর্শনীতে সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জামাদি প্রদর্শন করা হবে। যা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণ দেখতে পারবেন।
Leave a Reply