শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সাংবাদিক আবিদুর রেজা খানের ভাইপো সারিয়ার বাশার মুঈন গত পিএসসি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সারিয়ার বাশার মুঈন যশোর শহরের ডুসেক মডেল ইনস্টিটিউট থেকে পিএসসি পরীক্ষায় দেয়। ওই পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছিল। সে ডাক্তার হতে চাই। বাবা সাজ্জাদুল বাশার নয়ন মাতা মুক্তা বাশারের অক্লান্ত পরিশ্রমে তার এ সাফল্য। স্কুল শিক্ষক,গৃহ শিক্ষকসহ সকলেন কাছে দোয়া প্রার্থী। সারিয়ার বাশার মুঈনের এ সাফল্যের জন্যে জয় বাংলা নিজউ ডট কমের সম্পাদক,ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ,সাংবাদিক হিরোক শেখ,আরএম রিপোন,মতিয়ার রহমান শুভেচ্ছা জানান।
Leave a Reply