শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আসন্ন এইচএসসি পরীক্ষায় সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র বিতরণে শীর্ষক সোমবার বিকেলে দ্বিতীয় সেশনে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। এ সময় বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর তবিবার রহমান,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সমীর কুমার কুন্ডু ও সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) কামাল শিকদার প্রমুখ।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান আসন্ন এইচএসসি পরীক্ষায় সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র বিতরণে কোন ধরণের ভুল বা অনিয়ম হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন প্রশ্নপত্র সেটিং করার সময় কেন্দ্র সচিবরা মনোযোগী হবেন। কোন ভাবেই ভুল প্রশ্ন বিতরণ করবেন না। ভুল হলে সমস্ত দায়ভার আপনাদের নিতে হবে।
Leave a Reply