সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন
যশোর প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রমাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যশোর সরকারি এম এম কলেজের আলোচনা সভায় সভাপতিত্ব সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর সধীর রঞ্জননাথ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবুতালেব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কওসার ও শিক্ষক পরিষদের সম্পাদক মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম।
সরকারি মহিলা কলেজে আনোচনায় সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ ড.মিয়া আব্দুর রশিদ। এ সময় প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক সাবেক সংসদ সদস্য মঈনুদ্দিন মিয়াজী। বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক এবিএম ইকবাল আনোয়ার ও আহবায়ক শাহ মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।
সরকারি সিটি কলেজে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ড.আনোয়ার হোসেন ও আহবায়ক বিকাশ চন্দ্র প্রমুখ।
আব্দুর রাজ্জাক কলেজে সভাপতিত্ব করেন অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল,উপাধ্যক্ষ মঞ্জরুল ইসলাম,কলেজ পরিচালনা পরিষদের সদস্য আব্দুল মতলেব বাবু,শাহানাজ বেগম ও আনিসুর রহমান প্রমুখ।পরে স্ব স্ব প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
Leave a Reply