রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:‘এখনই সময় অঙ্গিকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষা দিবস উদযাপন করেছে যশোর স্বাস্থ্য বিভাগ। রোববার সকাল নয়টায় দিবসটি উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয় থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি, ও বিভিন্ন এনজিওর প্রতিনিধি অংশ গ্রহন করে। এরপর সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন হারুন-অর-রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্র্যাক জেলা ব্যবস্থাপনা আবুল হাসান, বক্ষব্যাধি কসসালটেন্ট ডাক্তার পলাশ কুমার, জেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবিদ হোসেন প্রমুখ।
Leave a Reply