সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিনিয়র জেলা ও দায়রা জজ যশোর জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক যশোর আদালতে যোগদান করেছেন। এ উপলক্ষে রোববার সকালে আইনজীবী সমিতির ১নং ভবনে তাকে সংবর্ধণা প্রদান করেছেন যশোর জেলা আইনজীবী সমিতি। এছাড়া বিকেলে জজ আদালতের সেমিনার কক্ষে জজশিপ ও ম্যাজিষ্ট্রিসির সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মত বিনিময় করেছেন তিনি। এসময় কর্মকর্তা কর্মচারীদের দৃঢ়তার সাথে দায়িত্বপালনের জন্য সকলের প্রতি আহবান জানান তিনি । অনুষ্ঠানে বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টি এম মুসা, ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাহমুদা খাতুন, বিশেষ জজ শেখ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা জজ আয়েশা সিদ্দিকি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম, নুসরাত জাবীন নিম্মী, গৌতম মল্লিক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হুসাইন, মঞ্জুরুল ইসলাম, সহকারী জজ সুমনা পাল প্রমুখ।
এছাড়া সকালে আইনজীবী সমিতির ১ নং ভবনে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম.ইদ্রিস আলী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট।
Leave a Reply