রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:নিরাপদ সড়ক নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে যশোর-বেনাপোল সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
শনিবার সকালে যশোর-বেনাপোল ও যশোর-সাতক্ষীরা সড়ক সড়ক অবরোধ ও মানববন্ধন করায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় আহত ৩ শিক্ষার্থী ও ভ্যান চালকের সুচিকিৎসা নিশ্চিত, স্কুলের সামনে গতি প্রতিরোধক নির্মাণ,পিকআপ চালককে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা।
উল্লেক্য গত বুধবার পিকআপ ভ্যানের ধাক্কায় বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়।
Leave a Reply