শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদরের ফতেপুর গ্রামের শনিবার গভীররাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডে বাসু-পূর্ণিমার সর্বস্ব পুড়ে ছাই। বাসু ও পুর্ণিমা বাড়িতে না থাকায় তারা দুজন বেঁচে যায়।
এলাকাবাসী জানান, রাত দুইটার দিকে হঠাৎ ঘর পুড়তে দেখে আমরা ছুটে আসি। সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু রক্ষা করতে পারেনি তাদের কোন মালামাল। দরিদ্র এই পরিবার মাথা গোঁজার ছোট্ট ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী মনে করেন হত দরিদ্র এই পরিবারের দিকে সরকারের সংশ্লিষ্ঠ কর্র্তৃপক্ষ নজর দেবেন। তাছাড়া বৃদ্ধ বাসু ও তার স্ত্রীর মাথা গোঁজার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
শনিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ওয়ার্ডের মেম্বর তবিবর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তবিবর রহমান বলেন, বাসু নিতান্তই একজন দরিদ্র ব্যাক্তি। তার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আমি আমার চেয়ারম্যান ও ইউনিয়নের নেতাদের জানিয়েছি। আমরা সহযোগিতা করার চেষ্টা করছি।
Leave a Reply