শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:০৯ পূর্বাহ্ন
জয় ডেক্স: আন্তর্জাতিক ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কাজের মধ্যে সুন্দরভাবে ভারসাম্য রক্ষা করে চলেছেন অভিনেত্রী নিমরত কৌর। ২০১২ সালের সিনেমা ‘লাভ সাভ তে চিকেন খুরানা’ থেকে নিমরতের ভাগ্যে খ্যাতির সূচনা হয়।
এরপরে ‘দ্য লাঞ্চবক্স’ এবং ‘এয়ারলিফট’-এর মতো সিনেমায় তিনি অভিনয় করেন। ২০১৬ সালে তিনি আমেরিকান টেলিভিশন সিরিজে রেবেল-এর চরিত্রে অভিনয় করেন। ‘হোমল্যান্ড`-এটাও তাকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে।
সম্প্রতি নিমরতকে জিজ্ঞাসা করা হয়েছিল, আন্তর্জাতিক ক্ষেত্রের কাজগুলো শেষ করে তিনি কি ফিরে এসে আবার বলিউডকে নিজের উপস্থিতি জানান দিতে চান? উত্তরে নিমরত আইএএনএস-কে বলেন, ‘নিশ্চয়ই। আমি দীর্ঘদিন ধরে বাইরে কাজ করছি। স্বাভাবিকভাবেই এখানকার সঙ্গে অনেকটাই সংযোগ ছিন্ন হয়ে গেছে। কিন্তু জোর করে নিজের উপস্থিতি কিভাবে জাহির করতে হয়, আমি সত্যি সেটা জানি না। আমার মনে হয় নিজের কাজ এবং কাজের সম্পর্কে কথা বলা— এই দুটো দিয়েই আমি নিজের উপস্থিতি জানান দিতে পারবো।’
৩৭ বছর বয়সী অভিনেত্রী বলেন, ‘আমি সব কিছুকে সহজভাবে দেখি। আমার মনে হয় কোনও বিষয়েই জোর খাটিয়ে লাভ হয় না, তাই আমি একটু সহজভাবে ভাবতেই পছন্দ করি।
সুত্র:সকালের সময়
Leave a Reply