শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: শুক্রবার শহরের বড়বাজারের সিদ্ধেশরী কালীবাড়ি মন্দিরে যশোর সদরের দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরজাহান ইসলাম নীরা পূজা পরিষদের সাথে মতনিবিময় সভা অনুষ্টিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সমাদ্দার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেষ দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন ঘোষ,রতন আচার্য্য,মৃনাল কান্তি দে,অমল ঘোষ, রণজিত কুমার পাল,ররীন্দ্রনাথ মজুমদার,গৌতম কর্মকার প্রমুখ।
আগামী ৩১ মার্চ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ার হোসেন বিপুল ও নুরজাহান ইসলাম নীরাকে জয়ী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন পূজা উদযাপন পরিষদ।
Leave a Reply