শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: শুক্রবার সকালে যশোরে জাগরনী ফাউন্ডেশন মিলনায়তনে ‘নিরাপদ বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন শীর্ষক কর্মশালা’অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কৃষি সাম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নির্মল কুমার দে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সাম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নুরুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সাম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ ড.আব্দুল মুঈদ ও কৃষি সাম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ পার্থ প্রতিম সাহা প্রমুখ।
বক্তরা বলেন বালাইনাশক ব্যবহারের মাধ্যমে যেমন প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব তেমনি আমদানির ক্ষেত্রে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। ফলে বর্তমান সরকারের ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জন ও বাইরের দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
Leave a Reply