শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ভ্রাম্যমাণ আদালত শহরের মুজিব সড়কের ‘স্কিন কেয়ার অ্যান্ড হোমিও সেন্টার’নামের একটি বিউটি পার্লাওে অভিযান চালায়। এ সময় ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে শহরের মুজিব সড়কের কাস্টমস অফিসের পাশে ‘স্কিন কেয়ার অ্যান্ড হোমিও সেন্টার’ নামে ওই বিউটি পার্লারকে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন বৃহস্পতিবার দুপুরে ওই বিউটি পার্লাওে অভিযান চালানো হয়। পার্লারের সাইনবোর্ডে অশ্লালিন শদ্ধ লেখা এবং ওই পার্লারে ব্যবহৃত পণ্যের মান ও উৎপাদনের তারিখ নেই,মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্রবহারের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদাউসকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
Leave a Reply