শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বৃহস্পাতবার হামিদপুর শামস্-উল-হুদা ফুটবল একাডেমীর মাঠে যশোর শিক্ষাবোর্ড আন্ত:কলেজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিপক্ষে যশোর উপশহর কলেজ মাঠে নামে। এ খেলায় উপশহর কলেজ ৩-১ গোলে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর তবিবার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের প্রধান মুল্যায়ন অফিসার মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
কলেজের প্রতিষ্ঠাতা আজগর আলী,পরিচালনা পরিষদের সদস্য শওকত আলী ও রবিউল ইসলাম প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানাআপ দলেন হাতে পুরস্কার তুলেন দেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর তবিবার রহমান।
Leave a Reply