সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার যশোরে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের সমানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাছুদুর রহমান,সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি বাসুদেব ঘোষ,যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান,ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক শাহারিয়ার সোহেল প্রমুখ।
নেতারা বলেন অষ্টম স্কেল অনুযায়ী বেতন,পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সরাসরি নিয়োগ প্রাপ্তদের ন্যায় বেতন,সদ্য জাতীয়করণকৃত প্রধান শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন,টাইম স্কেলের ব্যবস্থা,পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পূর্বের পদ শূন্য ঘোষণা,শিক্ষকদের বিভাগীয় মহাপরিচালকের দপ্তর পযর্ন্ত পদোন্নতির ব্যবস্থা,প্রধান শিক্ষকের পদকে ব্লকমুক্ত করে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি,শিক্ষকদের সার্ভিসকে নন-ভকেশনাল সার্ভিস হিসেবে গণ্য,প্রাথমিক সমাপনী পরীক্ষা বাদে সকল পরীক্ষার দায়িত্ব প্রধান শিক্ষকদের কাছে দেয়ার দাবি জানান। পরে শিক্ষকরাযশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা সচিবের নিকট স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply