শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে গৃহবধু হাজেরা খাতুন (২১)কে যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় গৃহবধুর বাবা গোলাম মোস্তফা বাদি হয়ে বুধবার কোতয়ালি থানায় মামলা করে। আসামী করা হয়েছে যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা দরাজ হাট গ্রামের নবীর উকিলের ছেলে মিজানুর রহমান,তার মা আলেয়া বেগম ও বোন রিমা আক্তার।
মামলায় উল্লেখ করা হয়েছে তার মেয়ে হাজেরা খাতুনকে মিজানুর রহমানের সাথে আড়াই বছর আগে বিয়ে দেয়। বিয়ের পর মিজানুর রহমান তার মা ও বোনের প্ররোচনায় হাজেরা খাতুনের কাছে ২লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করেন। টাকা না দেওয়ার কারণে তার উপর চালায় নির্যাতন। পরে মেয়ের সুখের কথা চিন্তা করে জামাতা মিজানুর রহমানকে নগদ ৫০ হাজার টাকা ও ৫০ হাজার টাকার আসবাবপত্র দেওয়া হয়। কিছুদিন পর আরও এক লাখ টাকা দাবি করে। এ টাকা না পেয়ে মেয়েকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়।
Leave a Reply