সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে প্রতিপক্ষের হামলায় দুই ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছে। অহতরা হচ্ছে যশোর সরকারী এমএম কলেজে অ্যাকাউন্টিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ও সদরের খাজুরা গ্রামের আব্দুল ওহাবের ছেলে প্রিন্স (২৪) ও যশোর সরকারি সিটি কলেজে একই সাবজেক্টে প্রথম বর্ষের ছাত্র ও মাগুরা সদরের সিংড়া গ্রামের নুর ইসলামের ছেলে সীমান্ত (১৯)। বুধবার বেলা ১২টার দিকে যশোর এমএম কলেজের আসাদ হলের সামনে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত প্রিন্স বলেন,‘আমি এমএম কলেজ পুরনো হল শাখা ছাত্রলীগের সদস্য। আমার খালাতো ভাই সিটি কলেজ ছাত্রলীগ কর্মী। আজ আমাদের এমএম কলেজের ক্রীড়া উৎসবের সমাপনী ছিল। এ কারণে আমার খালাতো ভাই আমার কাছে আসে। আমরা কয়েকজন মিলে এমএম কলেজের মাঠের দিকে যাচ্ছিলাম। এসময় আসাদ কলেজের নুর ইসলাম,নাহিদ,রনি,আক্তারসহ ২০-৩০ জন আমাদের ওপর হামলা করে লোহার রড, পাইপ ও দায়ের উল্টো পাশ দিয়ে বেদম মারপিট করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
ডাক্তার মনিরুজ্জামান লর্ড বলেন, আহত দুইজনের পা, মাথা, হাত ও পায়ে চাপা আঘাত করা হয়েছে। তারা শঙ্কামুক্ত নয়। যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) সমিরকুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply