শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সাংসদ রনজিতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল ইসলাম কাজল।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল। এ সময় উপস্থিত ছিলেন বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ সরদার,জামদিয়া ইউনিয়নে চেয়াারম্যান কামরুল ইসলাম টুটুল,প্রফেসর মুক্তার আলি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিত হোসেন প্রমুখ।
অভিযোগ করা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি ২ এর (১৪) ও ২২ (১) অনুযায়ী সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সুযোগ নেই। কিন্তু যশোর-৪ আসনের সাংসদ রনজিত কুমার রায় বাঘারপাড়া উপজেলা নির্বাচনে প্রকাশ্যে নির্বাচনী জনসভায় হাসান আলীর পক্ষে বক্তব্য রাখছেন এবং উষ্কানীমূলক কথাবার্তা বলছেন।
প্রার্থী নাজমুল ইসলাম কাজল আরও অভিযোগ করেন তার পক্ষের লোকজনের হামলা-মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে ১১ মার্চ ও ১৩ মার্চ রির্টানিং কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিব ও প্রধান নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেওয়া হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
Leave a Reply