বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শহরের জেসটাওয়ারের জনতা ব্যাংকে মঙ্গলবার রাতে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেয়। এ সময় ক্ষয়-ক্ষতির পরিমান উল্লেখ করতে পারিনি ফায়ার সার্ভিসের সদস্যরা।
স্থানীয়রা জানায় যশোর শহরের জেসটাওয়ারের দ্বিতীয় তলায় জনতা ব্যাংকে আগুন জ্বলতে দেখা যায়। কিভাবে আগুনের সুত্রপাত তা বুঝা যায়নি। তবে সর্টশাকিটের মাধ্যমে এ আগুনের সুত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারনা।
যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে জেসটাওয়ারের দ্বিতীয় তলার জনতা ব্যাংকের কার্যালয়ে শর্টসার্কিটে আগুনের সুত্রপাত। স্থানীয়দেও কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনা স্থলে যায়। প্রায় ৩০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে নেয়। বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি না হলেও কি পরিমাণ ক্ষতি হয়েছে এ মুহূর্তে বলা যাচ্ছে না।
Leave a Reply