শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: চৌগাছার ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান পান্নুসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করে নাশকতার অভিযোগে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতার অন্য দুজন হলেন আওয়ামী লীগ কর্মী মুরশিদুল ইসলাম ও রেজাউল ইসলাম। তারা আফরা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পরে উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা মোড়ে জহুরুলের চায়ের দোকানে ককটেল হামলা হয়। এ হামলায় আফরা গ্রামের মাছুম বিল্লাহ, মহিনুর হোসেন ও শহিদুল ইসলাম নামে তিন আওয়ামী লীগ কর্মী আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানকে আটক করে পুলিশে দেন। পরে পুলিশ মুরশিদুল ও রেজাউল নামে আরো দুজনকে আটক করে। মঙ্গলবার দুপুরে আহত মাছুম বিল্লাহ বাদী হয়ে বিস্ফোরক আইনে চৌগাছা থানায় মামলা করেন। যার নম্বর ১৪।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন এলাকায় ভীতি সৃষ্টি করার জন্যে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply