শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি,উন্নত জীবনের ভিত্তি’ এ শ্লোগান সামনে রেখে শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার সদরের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা ও সাংস্কৃতিক মেলা উদ্বোধন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যশোর পিটিআই সুপার হাসানারুল ফেরদৌস ও জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন ও দত্তপাড়া স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার প্রমুখ।এ মেলা উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
Leave a Reply