মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে রোটার্যাক্ট ক্লাব অব যবিপ্রবির উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.শরীফ এনামুল কবির,বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালর্সে (বিউপি) সাবেক উপাচার্য মেজর জেনারেল (অব.) সালাউদ্দীন মিয়াজী। অন্যান্যের মধ্যে রক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের সভাপতি শামসুল আলম,ঢাকা ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক এ এফ এম মাহমুদুর রহমান ও রোটার্যাক্ট ক্লাবের সভাপতি পিয়াস বিশ্বাস প্রমুখ।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড.আনোয়ার হোসেন এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
Leave a Reply