রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সোমাবার সকালে শহরের কাঠালতলাস্থ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ব্যক্তিগত কার্যালয়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। প্রার্থীরা হচ্ছেআনোয়ার হোসেন বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরজাহান ইসলাম নীরা।পরে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা দুই প্রার্থীর প্রচার প্রচারনায়বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেন।
এতে সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক,সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন,অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলু,অ্যাডভোকেট মোশাররফ হোসেন,এস এম মাহমুদ হাসান বিপু,রেজাউল ইসলাম,শেখ রোকেয়া পারভীন ডলি ও জিয়াইল হাসান হ্যাপী প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
Leave a Reply