শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদরের হামিদপুর দা:আ:দাখিল মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালনের মধ্যদিয়ে পালিত হয়েছে।কর্মসুচীর মধ্যেছিল ছবি অংকন,রচনা প্রতিযোগতিা ও এক আলোচনা সভা।
রোববার সকালে যশোর সদরের হামিদপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে ছবি অংকন ও রচনা প্রতিযোগীতায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করে প্রতিষ্ঠানের প্রধান এইচ একেএম মঈনুদ্দীন। এ সময় বক্তব্য রাখেন জহির উদ্দীন,ইকবল আহমেদ,হারিস উদ্দীন,
মঈনুদ্দীন,নুরজাহান,শাহানাজ পারভীন,আফরোজা খাতুন ও নাজমা খাতুন প্রমুখ। পরে বিজয়ীদের হতে পুরস্কার তুলেন দেন প্রতিষ্ঠানের প্রধান এইচএকেএম মঈনুদ্দীন। প্রধান আলোচন হিসেবে বক্তব্য রাখেন জয় বাংলা নিউজ ডট কম এর সম্পাদক আবিদুর রেজা খান বলেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সহযোগীতায় বিরাট হৃদয়ের অধিকারী হয়ে উঠেন । মানুষের প্রতি তিনার ভালোবাসা ছিল। সেই ভালোবাসার টানেই জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের এই স্বাধীনতা এনে দিয়ে| | আমরা যে স্বাধীনতার সুফল ভোগ করছি তা শুধূ মাত্র তার অবদান । যা ভুলবার নয়। তিনি এক পর্যায নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারী হয়ে উঠেন |
এছাড়াও তিনি শিশুদের অত্যান্ত আদর করতেন ভালবাসতেন| শিশুরা সত্যিকারের একজন মানুষ হয়ে জাতী গঠনে গুরুত পুর্ণ ভুমিকা রাখতে পারে সেদিকে দৃষ্টি রেখে সর্বচ্চ শিশুদর জন্যে বিশেষ অবদান রেখেছেন।
Leave a Reply