মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর কোতয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালায়। এ সময় ৫২পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজাসহ দুই বিক্রেতাকে অটক করেছে। আটককৃতরা হচ্ছে,যশোর শহরের শংকরপুর আশ্রম মোড় এলাকার আতিয়ার রহমানের ছেলে বনি ও নড়াইল জেলার সদর উপজেলার ইছর বাহা গ্রামের শৈলেন গোস্বামীর ছেলে অসীত গোস্বামী।
কোতয়ালি থানার এএসআই মোমিনুল সিদ্দীক জানান,শনিবার সকালে শহরের সিটি কলেজ গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় অসীত গোস্বামীকে আটক করা হয়। তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।অপর দিকে,এএসআই ফয়সাল হোসেন জানান একই সময় যশোর শিক্ষাবোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫২পিস ইয়াবাসহ বনিকে আটক করা হয়। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় পৃথক মামলা হয়েছে।
Leave a Reply