রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শিক্ষাবোর্ড আন্তঃকলেজ ছাত্রী ভলিবল প্রতিযোগিতায় উপলক্ষে শনিবার শিক্ষাবোর্ড সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভলিবল প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতায় যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও খুলনার বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজ রানার্সআপ হয়েছে।
২-০ সেটের ব্যবধানে বটিয়াঘাটা কলেজকে পরাজিত চ্যাম্পিয়ন হয়।
এতে সভাপতিত্ব করেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের লে ক গোলাম মোস্তফার। এ সময় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবোর্ডের হিসাব অফিসার ইমদাদুল হক ও প্রধান মূল্যায়ন অফিসার মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া অফিসার আশফাকুদৌল্লা টিটো ও অনুষ্ঠানের আহবায়ক কল্যাণ সরকার প্রমুখ। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপদের হাতে পুরস্কার বিতরণী করেন।
Leave a Reply