শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সংবর্ধনা ও এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ওই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি শেখ সালাউদ্দিন টিপু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশের ৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম.কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখেন মজুমদার,জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর ও শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল প্রমুখ। পরে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও সভাপতি শেখ সালাউদ্দিন টিপুকে সংবর্ধনা দেওয়া হয়। তারপর প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সিনিয়র শিক্ষক গুলরুখ আলম।
Leave a Reply