বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে সাজু চৌধুরী নামে এক ওয়েল্ডিং মিস্ত্রিকে খুন করেছে সন্ত্রাসীরা। সে শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার স্বপন চৌধুরীর ছেলে। বুধবার রাতে তার উপর সন্ত্রাসী হামলা করে। বৃহস্পতিবার বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা স্বপন চৌধুরীর অভিযোগ যশোর শহরের পুলিশ লাইন টালিখোলায় ভাই ভাই ওয়েল্ডিং কারখানা তার দুই ছেলে চালায়। সন্ত্রাসীরা তার কাছে দুই লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেয়ায় বুধবার রাতে পাভেল,রাব্বি,জনিসহ ৮/১০জন সন্ত্রাসী সাজু উপর হামলা করে। এ সময় স্থানীয়রা হাসপাতালে নেয়। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটেছে। ডাক্তার এম রহমান তাকে মৃত ঘোষণা করেন।
নিহতেন ভাই রাজু জানান,বুধবার রাতে সাজু ওষুধ আনার জন্য চুয়াডাঙ্গা স্টান্ডে যায়। এ সময় সন্ত্রাসীরা তার উপর হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।
Leave a Reply