সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় এক যোগে যশোরের বিভিন্ন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ও মাদ্রাসায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে যশোর সদরের হামিদপুর দা:আ:দাখিল মাদ্রাসায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। আনন্দ মুখর পরিবেশে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাড়িয়ে হাতের আঙ্গুলে কালি মেখে ব্যালট পেপার সংগ্রহ করে। এবং তারা গোপন কক্ষে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
হামিদপুর দা:আ:দাখিল মাদ্রাসার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ৮ জন কাউন্সিলর বা প্রতিনিধির বিপরীতে ১৭জন শিক্ষার্থী প্রর্থী হয়েছে ছিলেন। ভোট গোনানা শেষে প্রধান নির্বাচন কমিশন ১০ম শ্রেণির ছাত্র গোলাম মোস্তফা ৮ জন বিজয়ী কাউন্সিলর বা প্রতিনিধির নাম ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন ৮ম শ্রেণির ছাত্র জিহাদুল ইসলাম,তসমিয়া ফেরদাউস, প্রিজাইডিং অফিসারইমরান হোসেন, নিশাত জাহান, পোলিং অফিসার বেলাল,শাহারিয়া, পোলিং এজেন্ট মারিয়া ও মিথিলা। বিজয়ীরা হচ্ছে মেহেরাজ,শাহানারা,তাকিয়া সাকেরা,ফারহানা আকতার,রাকিবুল ইসলাম,মুসলিমা খাতুন,ফয়সাল ও তালহা।
Leave a Reply