বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে কৃষিপণ্যের দাম বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতা কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তসলিমউর রহমান,ক্ষেত মজুর সমিতির যুগ্ম-আহবায়ক সুনীল দাস,জেলা সভাপতি আলতাফ হোসেন,কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের জেলা সমন্বয়ক পলাশ বিশ্বাস,সমাজতান্ত্রিক ক্ষেত ও কৃষক সংঘের আহবায়ক শাহাজাহান আলী,চৌগাছা উপজেলা সভাপতি রফি উদ্দিন ও জেলা সদস্য ইমরান খান প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
Leave a Reply