রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিনের বিচারের দাবীতে মঙ্গলবার সকালে যশোর শহরের পালবাড়ি এলজিইডি কার্যালয়ের সামনে যশোর কর্মকর্তা- কর্মচারীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক নুরুল ইসলাম,যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম সিদ্দিকী,সিনিয়র প্রকৌশলী মনসুর আলী, রবিউল ইসলাম,রাশেদুল হাসান,একে এম শহিদুল ইসলাম,অনিন্দ্য দেব সরকার,ইজাজুল আলম,মনিরুল হাসান ও উচ্চমান সহকারী আবুল কাশেম প্রমুখ।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,গত ৬ মার্চ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে সরকারী কর্মচারী আইন ২০১৮এর ৪১(১) ধারা উপেক্ষা করে বর্তমান সরকারের দেয়া বিধি-নিষেধ না মেনে উপজেলা প্রকৌশলী মহিউদ্দিনকে গ্রেফতার করেন। এ ঘটনায় আমাদের স্থানীয় সরকারের প্রকৌশলীরা জনপ্রশাসন মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ দিয়েছি।
Leave a Reply