বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন
জয় ডেক্স: আনন্দ, দুঃখ, ক্ষোভ সব আবেগই আমরা প্রকাশ করি সোশ্যাল মিডিয়ায়। এখন তো আমাদের জীবনে কিছু ঘটলেই অনেকেই প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করেন এই মাধ্যমে। কয়েক বছরের হিসাব দেখলে বোঝা যায় সোশ্যাল মিডিয়ার এখন ব্যবহারকারীদের সংখ্যা আগের কয়েক বছরের তুলনায় অনেক বেশি।
তবে আগে কি তা হলে মানুষ আবেগ প্রকাশ করত না? সোশ্যাল মিডিয়ার আগে কীভাবে মানুষ তাদের ভাবনার আদানপ্রদান করত?এক সময়ে চায়ের দোকানে, পাড়ার আড্ডা-গল্প ছিল সকল আবেগ প্রকাশের স্থান। বিভিন্ন বয়সী মানুষদের মধ্যে গড়ে উঠত বন্ধুত্ব।
মনোবিদদের মতে, এখন মানুষ নিজেদের মধ্যে আবেগ প্রকাশ করা প্রায় বন্ধই করে দিয়েছে। বেড়াতে গেলেও পরিবার বা বন্ধুদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেয়ার প্রবণতা অনেক। ফলে কমছে আবেগ।
তথ্যপ্রযুক্তি কর্মীদের মতে, আগে কোনো বিশেষ খবর আলাদা করে প্রিয়জনেদের জানানো হত। এখন অনেকেই তা সোশ্যাল মিডিয়ায় জানান। সেখানে ইমোটিকন-সহ মন্তব্য বা লাইকে তারা শুভেচ্ছা দেন। বিশেষজ্ঞরা বলছেন যার মাধ্যমে ধীরে ধীরে কমে যাচ্ছে আবেগ প্রকাশের ধারা।
সুত্র:সকালের সময়
Leave a Reply