সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
জয় ডেক্স: বরগুনা জেলার আমতলী থানাধীন গুলিশাখালী ইউনিয়নের সকল মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবদুস সোবাহান লিটন, সাংগঠনিক সম্পাদক, যুবলীগ, আমতলী উপজেলা শাখা এর নেতৃত্তে সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের রোগমুক্তি জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এসময় যুবনেতা আবদুস সোবাহান লিটন বলেন রোগ বালাই আছে এটা আল্লাহই নিরাময় করে দেন, তবে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য সারাদেশে মানুষ ভালোবাসা নিয়ে যেভাবে দোয়া করেছেন ইনশাল্লাহ এতেই তিনি ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। মিলাদ ও দোয়া মাহফিলে মুঠোফোনে অসুস্থ ওবায়দুল কাদের এর রোগমুক্তি কামনায় অংশ গ্রহন করেন মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক, আমতলী উপজেলা আওয়ামী লীগ ও মেয়র আমতলী পৌরসভা ।
সুত্র:সকালের সময়
Leave a Reply