সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর উপশহর খালপাড় এলাকার বস্তিবাসী সোমবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।
মানববন্ধনে বস্তিবাসীর পক্ষে মাহবুবুর রহমান বলেন, উপশহর হাউজিংয়ের স্টেট কর্মকর্তা দীপক কুমার রায় তিন দিন পূর্বে খালপাড় বস্তি ছেড়ে দেয়ার জন্য জানিয়ে দেন। মৌখিক নোটিশে বলা হয়েছে আগামী ৭ দিনের মধ্যে খালপাড় এলাকার সকল অবৈধ স্থাপনা নিজ উদোগে সরিয়ে না নিলে প্রশাসন সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে। রোববার এই নিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে।
বস্তিবাসীর পক্ষে রাজ বলেন, স্বাধীনতার পর থেকে প্রায় পাঁচ শতাধিক লোক উপশহর খালপাড় এলাকায় বসবাস করে আসছে। এদের মধ্যে প্রায় ৪৫ জন স্বামী পরিত্যাক্তা মহিলা রয়েছে। সহায় সম্বলহীন অসহায় বস্তিবাসী পূর্ণবাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে।
এসময় বস্তিবাসী পক্ষে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, মুক্তার হোসেন, মনির হোসেন প্রমুখ।
Leave a Reply