মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোরে তিনটি খাবারের হোটেলে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর সাড়ে এগার হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন।
হোটেল তিনটি হচ্ছে শহরের রেলস্টেশন এলাকায় তৃপ্তি হোটেল,কাজী হোটেল ও আলআমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে।
জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাব্বি সোমবার দুপুরে শহরের রেলস্টেশন এলাকায় তৃপ্তি হোটেল, কাজী হোটেল ও আলআমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময়
তৃপ্তি হোটেলে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,সংক্ষণ,বাজারজাত, কর্মচারীদের স্বাস্থ্য সনদ ও পণ্যের মূল্য তালিকা টানানো না থাকার অপরাধে হোটেল মালিক সোহেল রানাকে ৬ হাজার টাকা,কাজী হোটেলের মালিক আশিক হাসান জাহিদকে ৪ হাজার টাকা এবং আল-আমিন হোটেলের মালিক মোহাম্মদ আলীকে দেড় হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
Leave a Reply