শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোরে দূর্ঘটনায় যুবলীগ আশরাফ আলী (৪৫) নিহত হয়েছেন। তিনি আরবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের পতেঙ্গালি গ্রামের মোকাম বিশ্বাসের ছেলে। এ সময় আরবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমাস আলী (৪৭)আহত হয়েছেন।
স্থানীয়রা জানান,সোমবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার থেকে মোটর সাইকেল যোগে যশোরের দিকে আসছিলেন আলমাস ও আশরাফ। মটর সাইকেলটি হোম অব সিগন্যালের স্পিডব্রেকারে পৌছালে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। চিকিৎসক আশরাফ (৪৫) কে মৃত ঘোষণা করেন এবং আলমাস আলী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কোতয়ালী থানার এস আই তারেক নাহিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশরাফের মৃত্যুর ঘটনায় থানায় জিডি হয়েছে।
Leave a Reply