শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
ওএমআর মেশিনে ডাকসুর ভোট গণনা চলছে

ওএমআর মেশিনে ডাকসুর ভোট গণনা চলছে

জয় ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা। সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৮ হলে ভোটগ্রহণ শুরু হয়ে ১৬ হলের ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত।
এদিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও রোকেয়া হলে অনিয়মের অভিযোগ উঠে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ ছিল। এ দু`টি হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরেই ফলাফল প্রকাশ করা হবে।
এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আবদুল বাছির জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) কাউন্টারে ভোট গণনা হবে। হল সংসদের ভোট হলেই ঘোষণা করা হবে। পরে সব কেন্দ্রের ফলাফল একীভূত করে কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ফলাফল দেওয়া হবে।
অধ্যাপক আবদুল বাছির বলেন, ভোট গণণার জন্যে ১২টি মেশিন রয়েছে। সোয়া ৩টা থেকে হলভিত্তিক ভোট গণণা শুরু হয়েছে। সবগুলো পদের ভোট গণণা শেষ করতে অন্তত এক ঘণ্টা লাগবে। প্রথমে ১২টি হলের ফল শেষ করে ওই মেশিন নিয়ে অন্য হলের ফল গণণা করা হবে।
রিটার্নিং কর্মকর্তা জানান, কুয়েত মৈত্রী হলে ভোট শেষ হবে ৫টা ১০ মিনিটে। রোকেয়া হলে ৩টা ১০ মিনিটে শুরু হওয়ায় আরও তিন ঘণ্টা লাগবে শেষ হতে। সব ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ফলাফল দেওয়া হবে।
ডাকসু নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দুপুরে ভোট বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা। তারা মঙ্গলবার থেকে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। ভোট বাতিল করে পুনর্নির্বাচনের দাবি তারা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। কইসঙ্গে তারা ধর্মঘটের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে মিছিল বের করলে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে গিয়ে সেখানে অবস্থান নেন। এসময় তারা উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দেন। তারা বলেন— প্রহসনের নির্বাচন ছাত্রসমাজ মানে না। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, যে ভিসি ছাত্রলীগের সেই ভিসি চাই না।
ডাকসু নির্বাচনে প্রগতিশীল জোট ও স্বতন্ত্র জোটের নেতাকর্মীরাও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।
এর আগে বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী, কোটাবিরোধী আন্দোলনের নেতা ও ভিপি প্রার্থী নূরুল হক নূর ও স্বতন্ত্র জোটের ভিপি পার্থী অরণি সেমন্তি খান তাদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেন।
এছাড়া, রোকেয়া হল ও মুহসিন হলেও হামলার ঘটনা ঘটে। এর আগে কুয়েক মৈত্রী হল, সূর্যসেন হল ও রোকেয়া হলে কয়েক ঘণ্টার জন্য ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।
এদিকে, নূরুল হক নূর, অনিক ও লিটন নন্দীর প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন ছাত্রলীগ সমর্থিত জিএস প্রার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি অভিযোগ করেন, ‘ওরা প্রশাসনকে জিম্মি করে এবং ব্যালট পেপার ছিনতাই করে তা ছড়িয়ে দেয়। এ কারণে তাদের প্রার্থিতা বাতিল করে মামলা করা হোক।’
ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করে জানানো নতুন করে ভোটগ্রহণের দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, অনেকে নতুন করে ভোটের কথা বলছেন। এটা হাস্যকর। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করতে চাইলে সেটা তাদের ব্যাপার। আমরা গণতন্ত্রের পক্ষে, তাই আমরা নিয়ম মেনে নির্বাচনে অংশ নিয়েছি। তারা কোনো সিদ্ধান্ত নিলে মেনে নেবো।
তবে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুবই উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। ২৮ বছর পর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

 

 

সুত্র:সকালের সময়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »