মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর কেন্দ্রীয় কারাগার এখন মাদকের দিরাপদ স্থানে পরিণত হয়েছে। তারা আসর বসিয়ে মাদক সেবন করার অভিযোগ রয়েছে। এক শ্রেণির কয়েদী রয়েছে তার অভেধ মাদকের ব্যবসা করে হাজার হাজার টাকা আয় করছে। এমনকি তারা প্রতিমাসে বাড়িতে টাকা পাঠায় বলে গুঞ্জন রয়েছে।
ওয়াকেবহাল সূত্র থেকে জানা গেছে যশোর কারাগারের অভ্যন্তরে অভিনব কায়দায় ফেন্সিডিল, ইয়াবা,গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। আর এই মাদকদ্রব্য বিক্রি করতে সুফিয়ান নামে এক কয়েদি যার কয়েদী নং ২৫০৯।
সূত্র জানায় কারাগারে বিপুল সংখ্যক মাদক সেবী রয়েছে। এসব মাদক সেবনকারীরা বাড়ী থেকে পিসিতে টাকা আনিয়ে মাদকদ্রব্য ক্রয় করছে। কারাগারের মধ্যে নির্ভয়ে কারণ এখানে বাধা দেওয়ার তেমন কেউ নাই। কারাগার ও সদা জামিনে পাওয়া কয়একজন আসামীর সুত্র থেকে জানা গেছে এসব মাদকদ্রব্য কারারক্ষীদের মাধ্যমে কারা অভ্যন্তরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। নাম প্রকাশ না করা শর্তে জামিনে আসা আসামীর সাথে কথা বলে জানা গেছে কয়েদী সুফিয়ান ইয়াবা পিচ প্রতি ৩০০/- টাকা থেকে ৪৫০/- টাকায় বিক্রয় করে থাকে। তার কারা কর্তৃপক্ষকে সু কৌশলে ম্যানেজ করে তার অবৈধ মাদক ব্যবসা অব্যহত রেখেছে। এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কারাগারের ভিতরে মাদক বেচাকেনার কোন সুযোগ নেই। তবে কারাগারে অনেক মাদক সেবনকারী রয়েছে।
Leave a Reply