বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টহলদল শনিবার দিবাগত গভীর রাতে যশোরের শার্শা থানাধীন দূর্গাপুর মাঝের পাড়া এলাকা থেকে মোঃ হাসান আলী ও মারুফ হোসেন নামে দুই যুবককে ২শ’ ৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। হাসান আলী আলী কদর ও মারুফ হোসেন আব্দুল কাদেরের ছেলে। শনিবার দিবাগত গভীর রাত সাড়ে ১২ টায় র্যাবের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে হাসান আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় ওই ঘরে থাকা হাসান আলী ও সহযোগী মরুফ হোসেনকে গ্রেফতার করে। পরে তাদেরকে শার্শা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে।
Leave a Reply