শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য বলেছেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে দেশে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষক, দিন মজুর, খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নের লক্ষ্যে সমবায়ের প্রতি গুরুত্ব দিয়েছিলেন।বঙ্গবন্ধু আজীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। সব সময় দেশের সমৃদ্ধির চিন্তা-ভাবনা করতেন। রবিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর সমবায় আবারো এগিয়ে যেতে শুরু করেছে। সমবায়ীদের নিয়ে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি চিন্তা-ভাবনা করে। সমবায়ীরা এগিয়ে গেলে সাধারণ মানুষের উন্নয়ন হবে। দেশ এগিয়ে যাবে।
এতে সভাপতিত্ব করেন সমবায় অধিদপ্তরের বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মিজানুর রহমান।অন্যান্যের বক্তব্য রাখেন সময়বায় অধিদপ্তরের নিবন্ধক আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত,প্রতিমন্ত্রীর একান্ত সচিব নাসির উদ্দিন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি তোফাজ্জেল হোসেন,সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন,মণিরামপুরের সভাপতি ইলিয়াস হোসেন, প্রতিভা সঞ্চয় সমিতির সভাপতি শফিকুজ্জামান ও বিউটি পার্লার সমিতির সভাপতি সুফিয়া মাহমুদ রেখা প্রমুখ।
Leave a Reply