রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ১৭ মার্চ থেকে শুর হবে শেখ কামাল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। ইতোমধ্যে গ্রুপ নির্ধারণের কাজ মেষ হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ‘শেখ কামাল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ’-এর গ্রুপ নির্ধারণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন ডিএফএ’র সভাপতি আসাদুজ্জামান মিঠু। এ সময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ। এতে বক্তব্য রাখেন রেফারি সমিতি যশোরের সম্পাদক শহিদুর রহমান বাচ্চু,নওয়াপাড়া আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় রায় ও লিগ পরিচালনা কমিটির আহ্বায়ক মেহেদি হাসান। পরে প্রধান অতিথি অংশ নেওয়া ক্লাবগুলোর মাঝে ফুটবল বিতরণ করেন।
Leave a Reply