সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৫ অপরাহ্ন
স্টাপ রিপোর্টার: যশোরের একটি আদালত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামানকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ৫বছরের সশ্রম কারাদন্ড ও ১৬ লাখ ৪৯ হাজার ৪৮০টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার যশোরের বিশেষ জজ আদালতের বিচারক ফারুক হোসেন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত মনিরুজ্জামান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যশোর শহরের রবীন্দ্রনাথ সড়ক শাখার সাবেক জুনিয়র অফিসার (ক্যাশ ইনচার্জ)। তিনি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার গোগরা চাঁদপুর গ্রামের মীর মর্তুজা আলীর ছেলে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম বলেন, ২০১৪ সালের ১০মার্চ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যশোর রবীন্দ্রনাথ সড়ক শাখায় কর্মরত জুনিয়র অফিসার মনিরুজ্জামানসহ দুজনের বিরুদ্ধে ২৪ লাখ ৬৯ হাজার ৪৮০ টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়। মামলা করেছিলেন ব্যাংকের শাখা ম্যানেজার মিজানুর রহমান। এরপর ২০১৪ সালের ১২ মার্চ ৮ লাখ ২০ হাজার টাকা ফেরত দেন।
২০১৬ সালের ১৭ আগস্ট মনিরুজ্জামানকে অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ আদালতে চার্জশিট দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মনিরুজ্জামানকে ৫ বছরে সশ্রম কারাদন্ড ও ১৬ লাখ ৪৯ হাজার ৪৮০ টাকা জরিমানা করেছে। মনিরুজ্জামান কারাগারে আছেন।
Leave a Reply