শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শহরের চারখাম্বার মোড় থেকে ব্যবসায়ী কামারুজ্জামান মুকুলকে অপহরণ করে। ইতো মধ্যে ২৪ ঘণ্টা পার হলেও মুকুলকে উদ্ধার করা যায়নি। এ অভিযোগে ভুক্তভোগী ভাই আশিকুর জামান টুটুল বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে বলেন চাঁদপুরের হোসেন অপহরণ করে দু’কোটি টাকা দাবি করছে।টাকা না দিলে তার পরিবারকে ফোনে হুমকি-ধামকি দেয়। তার ভাই কামরুজ্জামান মুকুলের চট্টগ্রামে ব্যবসা ছিল। হোসেন সেখানে ব্রোকার হিসেবে কাজ করতেন। ব্যবসায়িক কারণে তার ভাইয়ের আল-আরাফা ইসলামী ব্যাংকের একটি স্বাক্ষর করা চেক হোসেনের কাছে ছিল। ওই চেকে সে ৯৮ লাখ লিখে তার ভাইয়ের কাছে পাবে বলে চাপসৃষ্টি করে। একপর্যায় টাকা আদায় করতে গতকাল সকাল সাড়ে ৯টায় হোসেনসহ ৫/৬ জন যশোর শহরের চারখাম্বা মোড়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তার ভাইকে অপহরণ করে।
Leave a Reply