সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরী হ্যান্ডবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর উপশহর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন জেলা হ্যান্ডবল পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকুন,উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিট,জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক মেরিনা আখতার প্রমুখ।
ফাইনাল ম্যাচে ১-০ গোলে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উপশহর মাধ্যমিক বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ,জেলা হ্যান্ডবল পরিষদের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান পিন্টু,উপশহর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুখেন মজুমদার ও প্রধান শিক্ষক মঈন উদ্দীন প্রমুখ।
Leave a Reply