মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ পূর্বাহ্ন
জয় ডেক্স: দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাস। প্রভাস তার পরবর্তী ছবির শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গিয়ে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
বলা নেই কওয়া নেই হুট করে ‘বাহুবলী’তারকার গালে চড় বসিয়ে দিয়েছেন এক ভক্ত। এ নিয়েই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হইচই।
ইন্ডিয়া টুডে জানায়, ‘বাহুবলী’ তুমুল জনপ্রিয়তা দিয়েছে নায়ক প্রভাসকে। এত জনপ্রিয়তার মাঝে যে তারকাদের অপ্রিতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তা হয়তো ঘুণাক্ষরেই টের পাননি তিনি।
জানা গেছে, বিমানবন্দরে এক নারী ভক্ত প্রভাসের সঙ্গে ছবি তোলেন। এসময় তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে, হঠাৎই প্রভাসের গালে চড় মেরে বসেন তিনি। এরপর সটকে পড়েন তরুণী। এ ঘটনায় হতবাক হয়ে পড়েন প্রভাস।
তবে দ্রুতই সামলে নিয়ে তখনই আরও এক অনুরাগীর সঙ্গে ছবি তুলতে দেখা গেছে প্রভাসকে। ওই ঘটনার গোটা ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে প্রভাসের নারী ভক্তের পরিচয় মেলেনি।
সুত্র: ইন্ডিয়া টুডে
Leave a Reply